রাজশাহীতে এখনো ফোন করলেই বাসায় পৌঁছে যায় অক্সিজেন

মো. রায়হান ইসলাম রনি
2021-09-02 19:56:46
রাজশাহীতে এখনো ফোন করলেই বাসায় পৌঁছে যায় অক্সিজেন

রাজশাহীতে এখনো ফোন করলেই বাসায় পৌঁছে যায় অক্সিজেন

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ২২ দিন ধরে বাসায় চিকিৎসা নেন মাসুম আহম্মেদ। প্রতিদিনই শ্বাসকষ্টের কারণে তার অক্সিজেনের প্রয়োজন পড়ে। কিন্তু যথাসময়ে অক্সিজেন সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না।

ফলে রাজশাহী নগরীর মাসুমের পরিবারের কাছ থেকে ফোন পেয়ে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহীনুর।

অক্সিজেন সেবার বিষয়ে মো. শাহীনুরকে ধন্যবাদ জানিয়ে মাসুম আহম্মেদ বলেন, ‘আমার খুব ভালো লেগেছে পুলিশের এই আন্তরিকতা দেখে। অক্সিজেন সিলিন্ডার না পেলে হয়তোবা বড় ধরনের বিপদ ও হতে পারতো আমার।’

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুরের বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আর বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যাবে এটাই হচ্ছে পুলিশের মূল ধর্ম।

তিনি আরও বলেন, পুলিশের মূল কাজই হচ্ছে জনগণের সেবা করা এই কারণে আমরা রাত কিংবা দিন তোয়াক্কা না করে পুলিশ কমিশনারের নির্দেশে করোনা রোগীদের সেবাই এগিয়ে যাচ্ছি।

শাহীনুর বলেন, ‘গত ২০ দিন আগে মাসুম আহম্মেদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়লে পুলিশের জরুরি সেবাই তার পরিবার ফোন দিলে আমি সিলিন্ডারটি তার বাসায় পৌঁছিয়ে দেই। এখন তার সুস্থ হওয়ার বিষয় আমাকে জানানো হলেও গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গিয়ে সিলিন্ডারটি আমি নিয়ে আসি।’

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘সামর্থ্যবান ব্যক্তিরা অক্সিজেন বাইরে থেকে সংগ্রহ করতে পারলেও সাধারণ মানুষের পক্ষে তা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। একেকটি অক্সিজেন সিলিন্ডারের দাম হচ্ছে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘অক্সিজেনের জন্য রোগীদের আহাজারি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এ কারণে অক্সিজেন–সংকট দ্রুত লাঘবে গত ১৫ জুন রাজশাহী মহানগর পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু করে। তখন থেকেই মানুষের ঘরে ঘরে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসছি।’

আবু কালাম সিদ্দিক বলেন, ‘শুরুতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ১৫০টির মতো সিলিন্ডার রয়েছে এই ব্যাংকে। দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০০৬৩৯৯৮) যোগাযোগের মাধ্যমে এ সেবা গ্রহণ করার ব্যবস্থা রয়েছে রাজশাহীতে।’


আরও দেখুন: