বিদায়ী সংবর্ধনা পেয়ে আপ্লুত কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক
বিদায় সংবর্ধনা নিয়ে সরকারি গাড়িতে করে বাড়ি গেলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক মরিয়ম বেগম।
বিদায় সংবর্ধনা নিয়ে সরকারি গাড়িতে করে বাড়ি গেলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক মরিয়ম বেগম। চাকরি থেকে অবসরে গ্রহণের পর তার বিদায় স্মরণীয় করতে বিদায় সংবর্ধনাসহ এই উদ্যোগ নেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা।
রোববার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরিয়ম বেগমের সরকারি চাকরির শেষ কর্মদিবস ছিল। এ উপলক্ষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসে ‘অবসরোত্তর বিদায় সংবর্ধনা’ প্রদান করা হয়েছে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন মরিয়ম বেগমের চাকরিজীবনে সততা, কর্তব্যপরায়ণতা, সময়নিষ্ঠতা ও সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক ব্যবহারের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। এ সময় তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণা তুলে ধরলে তার দীর্ঘদিনের সহকর্মী চিকিৎসক, নার্স, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী আবেগআপ্লুত হয়ে ওঠেন। তার অবসর-উত্তর জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে ডা. মো. আকুল উদ্দিন নিজের ব্যবহৃত সরকারি গাড়িতে করে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী সহ মরিয়ম বেগমকে তার বাড়িতে পৌঁছে দেন। চাকরিজীবনের শেষ দিনে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক মরিয়ম বেগম।