বিএসএমএমইউতে জানা যাবে ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-29 16:11:41
বিএসএমএমইউতে জানা যাবে ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা

ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফ্লো সাইটোমেট্রি মেশিনের শুভ উদ্বোধন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফ্লো সাইটোমেট্রি মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজী বিভাগের ক্লাস রুমে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ক্যান্সার চিকিৎসার সফলতার মাত্রা নির্ণয়ক ফ্লো সাইটোমেট্রি মেশিন আজকে উদ্বোধন করা হলো। ব্লাড ক্যান্সার সহ বিভিন্ন রোগের সর্বাধুনিক চিকিৎসার জন্য হেমাটোলজী বিভাগে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন চালুর প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।” খুব শীঘ্রই পূর্ণাঙ্গভাবে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন চালু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের ক্যান্সার সহ রক্তের অন্যান্য রোগ নির্ণয়ের ক্ষেত্রে ফ্লো সাইটোমেট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। রক্তের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধাপে চিকিৎসার সফলতার মাত্রা ফ্লো সাইটোমেট্রি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় ও চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা যায়। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এর ক্ষেত্রে স্টেম সেল প্রয়োগের পূর্বে স্টেম সেল গণণার জন্য ফ্লো সাইটোমেট্রি ব্যবহার করা হয়ে থাকে। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন শুরু করার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, পরিচালক (হাসপাতাল)  ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান।


আরও দেখুন: