সবাই মিলে চেষ্টা করলে সবকিছু সুন্দর হবেই: হেলথ ডিজি

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-27 12:24:13
সবাই মিলে চেষ্টা করলে সবকিছু সুন্দর হবেই: হেলথ ডিজি

নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সবাই মিলে চেষ্টা করলে সবকিছু সুন্দর হবেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘যে কোনো কিছুর শুরুতে কিছু সমস্যা থাকে কিন্তু সবাই মিলে চেষ্টা করলে সব কিছু সুন্দর হবেই’।

বৃহস্পতিবার ( ২৬ আগস্ট) নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য  কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নেতৃত্বে  নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে।

সভায় হাসপাতালের সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারকরণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তার বক্তব্যে তিনি কোভিডে নিবেদিত চিকিৎসকদের কর্মনিষ্ঠা ও সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এসময় মহাপরিচালক মহোদয় নীলফামারী সিভিল সার্জন অফিসের নতুন সভাকক্ষ ও মুজিব কর্নার উদ্বোধন করেন। এছাড়া নীলফামারী জেলার সব ইউএইচএফপিওকে ‘জীবিতের থেকেও অধিক জীবিত তুমি’ শীর্ষক স্মরণিকা প্রদান করেন।


আরও দেখুন: