‘লোকে টিকা পাচ্ছে না, তারা ফেলে দিচ্ছে’

অনলাইন ডেস্ক
2021-08-27 11:03:02
‘লোকে টিকা পাচ্ছে না, তারা ফেলে দিচ্ছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

করোনার টিকা পেতে অনেক দেশের হাহাকারের মধ্যে উন্নত দেশে তা জমিয়ে রেখে পরে মেয়াদ ফুরোনোয় ফেলে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘উন্নত, ধনী দেশ সব টিকা নিয়ে বসে আছে, এখন ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে। এটা কী ধরনের ইথিক্যাল অ্যান্ড মর‌্যাল ভ্যালুজ?’

প্রয়োজনের অতিরিক্ত জোগানের ফলে জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে মেয়াদোত্তীর্ণ করে টিকা ফেলে দেওয়ার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। ওইসব দেশে কম জনপ্রিয় হিসেবে বিবেচিত অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা অন্যান্য দেশে পাঠানোর চিন্তা করা হলেও মেয়াদ ফুরিয়ে আসায় তা সম্ভব হয়নি।

টিকা নিয়ে উন্নত দেশগুলো বৈষম্যমূলক পদক্ষেপের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা তাদের কথায় হৈ চৈ করেন, এটা মানবাধিকার লঙ্ঘন নয়? লোকেরা পাচ্ছে না, আর তারা ফেলে দিচ্ছে। এজন্য আপনারা বড় রকমের আন্দোলন শুরু করেন না কেন?’

তিনি বলেন, ‘এটা এখন ন্যূনতম প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন, টিকা হতে হবে জনগণের সম্পত্তি। আমরা বলেছি, তোমরা বিশ্ব বাণিজ্য সংস্থার আইনটা শিথিল কর, যাতে আমরা ওইটা তৈরি করতে পারি। সব ইউরোপিয়ান কান্ট্রি এটাতে অবজেকশন দিয়েছে।’

আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মুখে বলেছেন, আমি সমর্থন করি এটা জনগণের সম্পত্তি। কিন্তু কাজের সময় নাই। আর সব ইউপোরিয়ানরা এক সাথে এটা যাতে অন্যরা তৈরি করতে না পারে, এটার বিরুদ্ধে কাজ করেছে।’

তিনি বলেন, ‘ইউরোপিয়ানরা আমাদের কিছু টিকা দিয়েছে। যদিও তা আমাদের জন্য যৎসামান্য। আশা করি, তারা আরও সদয় হবে। আমরা ইউরোপীয় ও উন্নত দেশগুলোর কাছ থেকে আরও দায়িত্বশীল অবস্থান চাই।’


আরও দেখুন: