শ্রবণ প্রতিবন্ধীদের ডিভাইস প্রদানে আবেদন চেয়েছে সরকার

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-24 20:23:41
শ্রবণ প্রতিবন্ধীদের ডিভাইস প্রদানে আবেদন চেয়েছে সরকার

শ্রবণ প্রতিবন্ধীদের সার্জারির মাধ্যমে সরকারি অর্থে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস প্রদান করা হবে

সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীদের ‘কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস’ প্রদান করবে সরকার। ডিভাইসটি পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক অধ্যাপক আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘ইনস্টিটিউট অব ইএনটি’ তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে ‘কক্লিয়ার ইমপ্লান্ট’ কর্মসূচি চালু করা হয়েছে।

আবু হানিফ জানান, এই কর্মসূচিতে শ্রবণ প্রতিবন্ধীদের সার্জারির মাধ্যমে সরকারি অর্থে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস (যন্ত্র) প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এটির বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডিভাইসটি বিনামূল্যে বা আংশিক মূল্যে প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে ‘কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি’ বরাদ্দ পাওয়া ও সার্জারির মাধ্যমে কানে স্থাপনের জন্য আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী শিশুর অভিভাবককে আবেদন করতে বলা হয়েছে।পাঁচ বছরের কম শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ

সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত (বন্ধের দিন ব্যতীত), রুম নং ৭০৯ (৭ম তলা), কক্লিয়ার ইমপ্লান্ট বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা।

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।


আরও দেখুন: