ফাইজারের আরও ১০ লাখ টিকা আসছে
ফাইজারের আরও ১০ লাখ টিকা আসছে
ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় টিকার চালানটি ঢাকা এসে পৌঁছবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কাতার এয়ারওয়েজে টিকার চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এরপর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের উপস্থিতিতে টিকাগুলো হস্তান্তর করা হবে।
গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় সেপ্টেম্বরে ফাইজারের ৬০ লাখ টিকা পাওয়া যাবে। এরই প্রথম চালানে ১০ লাখ ডোজ আসবে ৩০ আগস্ট। বাকি ৫০ লাখ ডোজ পর্যায়ক্রমে দেশে আসবে।
অন্যান্যগুলোর মতোই ফাইজার টিকার দুটি ডোজ দেয়া হচ্ছে। ট্রায়ালে করোনার বিরুদ্ধে এটির ৯০-৯৫ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। প্রথম ডোজের ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়। ১২ বছরের বেশি বয়সীরা এ টিকা নিতে পারবে।