ছয়টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের নাম ঘোষণা
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালগুলোর নাম ঘোষণা করে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানী ঢাকাসহ সারাদেশে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসাপ্রাপ্তির লক্ষ্যে ছয়টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালগুলোর নাম ঘোষণা করে।
হাসপাতালগুলো হলো-
১. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল
২. শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল
৩. রেলওয়ে জেনারেল হাসপাতাল
৪. আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল
৫. লালকুঠি হাসপাতাল
৬. কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের।
চলতি মাসে ৫ হাজার ৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮ হাজার ৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।