দেশে আরও ২২১ ডেঙ্গু আক্রান্ত

অনলাইন ডেস্ক
2021-08-20 21:21:05
দেশে আরও ২২১ ডেঙ্গু আক্রান্ত

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকায় ২১২ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯০ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৬ জন। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৪৭২ জন।

উল্লেখ্য, আজ শুক্রবার (২০ আগস্ট) ৩১ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য সূত্রে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন নয়জন ।

তথ্য সূত্রে আরাও বলা হয়, বছরের শুরু থেকে আজ (২০ আগস্ট) পর্যন্ত সারাদেশে সাত হাজার ৪৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ২৫১ জন।

বছরের জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে’তে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬ এবং আগস্টে চার হাজার ৮১৪ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, আজ ২০ আগস্ট (শুক্রবার) পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।


আরও দেখুন: