শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে

অনলাইন ডেস্ক
2021-08-20 20:25:57
শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে

আশঙ্কাজনক হারে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে শিশুরা

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। আজ শুক্রবার রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত ৭৬ শিশু। একে এক দিনে রেকর্ডসংখ্যক রোগী ভর্তি থাকার রেকর্ড জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে নিশ্চিত করেছেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাফি আহমেদ।

এর আগে ২০১৯ সালে এক দিনে হাসপাতালটিতে সর্বোচ্চ ৬৯ জন রোগী ভর্তি ছিল। আজ সেই রেকর্ড ভেঙে গেল।

জানা যায়, চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ বাড়তে দেখা যায়। দ্বিতীয় সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমতির দিকে ছিল। কিন্তু তৃতীয় সপ্তাহে এসে আবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও শ্যামলীর শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৭ হাজার ২৫১ জন। তাদের মধ্যে গতকাল ১ হাজার ২৩৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। তাদের মধ্যে ১ হাজার ১৪৫ জনই ভর্তি ছিল রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

 

 

 


আরও দেখুন: