ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-20 19:04:06
ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

উর্দু বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন

ঢকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাবি। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ও উর্দু বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

বিষয়টি নিশ্চিত করেন শারমিনের ভাই হায়াতুন্নবী সায়েম। তিনি বলেন, গত পাঁচ দিন আগে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি তার পরিবার সূত্রে জেনেছি। এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি খবর। পরিস্থিতি যেহেতু ভালো নয়, শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান  জানাচ্ছি।


আরও দেখুন: