খুলনায় কমেছে মৃত্যু, খালি অর্ধেক শয্যা

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-20 16:37:37
খুলনায় কমেছে মৃত্যু, খালি অর্ধেক শয্যা

গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে কেউ মারা যাননি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে কেউ মারা যাননি। তবে আজ একেবারে মৃত্যুহীন হয়নি খুলনা। আজ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন মারা গেছেন।

খুলনা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল। এখোনে  প্রতিদিনই ২ থেকে ৯ জন করে করোনা রোগী মারা গিয়েছিলো কিছুদিন আগেও।

খুলনা মহানগরে দুটি বেসরকারিসহ পাঁচটি হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হয়। গতকাল একই সময়ের মধ্যে তিনটি হাসপাতালে ৪ জন মারা গিয়েছিলেন। আজ মহানগরে অবস্থিত বাকি চারটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২১ দিন খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে।

হাসপাতালগুলোর দিনভিত্তিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কেউ মারা যাননি।


আরও দেখুন: