চট্টগ্রামে আবারও করোনায়া মৃত্যু বেড়েছে
বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন ৬ জন
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে, বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন ৬ জন। এ সময় নতুন শনাক্ত হয়ে ৩০১ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১ হাজার ১৬৬ জন। আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জনানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি এবং কক্সবাজারে ১টি ল্যাবে মোট ১ হাজার ৯১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের মধ্যে ৩০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ১৬১ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলায় মোট শনাক্তের ৭০ হাজার ৬৪৩ জন নগরীর আর বাকি ২৫ হাজার ৮৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন নগরীর আর ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।