বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে ৩৬৬ জনের চিকিৎসা প্রদান

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-18 20:20:32
বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে ৩৬৬ জনের চিকিৎসা প্রদান

বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে ৩৬৬ জনের চিকিৎসা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৩৬৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। আর মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৬০ জন রোগী।

বুধবার (১৮ আগস্ট) বিএসএমএমইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছে ৫৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯০ জন।

এতে বলা হয়, চিকিৎসার শুরু থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিএসএমএমইউর কেবিন ব্লকে ১২ হাজার ৪৫৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৭৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৫৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

বিজ্ঞপ্ততিতে আরও জানায়, বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ১৮ আগস্ট এক লক্ষ ৭৭ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত বেতার ভবনের ফিভার ক্লিনিকে এক লক্ষ ১২ হাজার ৬৮৪ জন রোগী সেবা নিয়েছেন।


আরও দেখুন: