রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৬
মৃতদের মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ে দুইজন করে, রংপুর ও ঠাকুরগাঁওয়ের একজন
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২৪৬ জনের দেহে করেনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ে দুইজন করে, রংপুর ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছেন।
মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে এক হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৪৬ জনের শরীরে পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে রংপুরে সর্বোচ্চ ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৫০ জন, দিনাজপুরে ৩৩ জন, পঞ্চগড়ে ৩৩ জন, নীলফামারীতে ২৮ জন, কুড়িগ্রামে ২৫ জন, গাইবান্ধায় ১৫ জন ও লালমনিরহাটে ১১ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ৭১ ভাগ।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনায় ১ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দিনাজপুরে ৩১০ জন, রংপুরে ২৬২ জন, ঠাকুরগাঁওয়ে ২২১ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৮ জন, কুড়িগ্রামে ৬১ জন, গাইবান্ধায় ৫৯ জন ও লালমনিরহাটে ৫৮ জন রয়েছেন।
স্বাস্থ্য পরিচালক জানান, রংপুর বিভাগে মোট ২ লাখ ৪১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫০ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ বিভাগে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ হাজার ২৫৪ জন।