করোনায় মারা গেছেন সাবেক সিভিল সার্জন ডা. সালেহ
করোনায় আক্রান্ত হয়ে এক মাস কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. সালেহ আহমেদ।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৌহিদুল ইসলাম তুহিন।
তিনি বলেন, ডা. সালেহ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে এক মাস কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ডা. সালেহ আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
কর্মজীবনে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে শিক্ষকতা করেন। সর্বশেষ সাতক্ষীরা জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে অবসরে যান।