দেশে আসলো সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-13 20:29:45
দেশে আসলো সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা নিয়ে অবতরণ করে।

চীনের দেওয়া উপহারের ১০ লাখ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে। সঙ্গে এসেছে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা ও সিরিঞ্জ নিয়ে অবতরণ করে।

এই চালানে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে এনেছে বিমান।

অবতরণের পর বিমানের পক্ষ থেকে সকল প্রকার গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় তাপমাত্রায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব টিকা দেশে এনেছে।

শনিবার সকাল ১০টায় বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের আরেকটি চার্টার্ড ফ্লাইট কোভিড টিকা পরিবহন করতে চীনের তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। টিকা ‍নিয়ে ফিরতি ফ্লাইটটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।  

ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাশ্রয়ী খরচে সিনোফার্মের মোট ৭০ লাখ ডোজ কোভিড টিকা সাতটি ফ্লাইটের মাধ্যমে চীন থেকে দেশে এনেছে।


আরও দেখুন: