মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-11 12:22:50
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

করোনা ইউনিটে নতুন ৬৯ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৪ জন রোগী ভর্তি আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয় জন আর করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বুধবার সকালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ কথা জানিয়েছেন।

এ নিয়ে আগস্টের প্রথম ১০ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৭৯ জনের মৃত্যু হলো।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০) ও নাজমুল হোসেইন (৬৮), ভালুকা উপজেলার নূরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), জামালপুর সদরের আবুল হাশেম (৭০) এবং নেত্রকোনার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭)।

করোনা উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের জয়নাল আবেদীন (৭৫), হারেস উদ্দিন (৭০) ও আমেনা (৮০) এবং নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

ড. মহিউদ্দিন মুন বলেন, করোনা ইউনিটে নতুন ৬৯ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৪ জন রোগী ভর্তি আছেন। মঙ্গলবার সুস্থ হয়ে ৫০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষায় ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।


আরও দেখুন: