রাজধানীর ৭ স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
রাজধানীর ৭ স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
নানা অনিয়মের অভিযোগে রাজধানীর সাতটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক শাখার মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদউল্লাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থিত সাতটি প্রতিষ্ঠানে গত ২৮ জুলাই পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এতে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ একটি ব্লাড ব্যাংকের নানা অনিয়ম পরিলক্ষিত হয়।
এই অনিয়মের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদনে সাতটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে, তাদের লাইসেন্স বাতিল না করার মর্মে কারণ দশাতে নোটিশ জারি করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো-
১. প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
২. ঢাকা হেলথকেয়ার হসপিটাল।
৩. রিমেডি কেয়ার লিমিটেড।
৪. লাইফ কেয়ার জেনারেল হসপিটাল।
৫. যমুনা জেনারেল হসপিটাল।
৬. রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
৭. রাজধানী ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার।