ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

অনলাইন ডেস্ক
2021-08-10 11:29:52
ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান।

বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের অধীনে চীনের সিনোফার্ম থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) আরও ১৭ লাখ টিকা ঢাকার পথে রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে টিকার ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান।

শিগগিরই যৌথভাবে টিকা উৎপাদন শুরু হচ্ছে বলেও জানান ঢাকায় চীনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে সোমবার সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। চীন আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেবে।

এছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলেও জানান তিনি।


আরও দেখুন: