কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-09 13:21:19
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন আর পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ১১৭ জন আর উপসর্গ নিয়ে ৫১ জনসহ মোট ১৬৮ জন চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।


আরও দেখুন: