মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-09 12:21:37
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

মৃতদের মধ্যে নয়জন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে নয়জন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে মারা যান বলে জানান হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া নয়জনের মধ্যে সাতজন ময়মনসিংহের এবং দুজন নেত্রকোনার বাসিন্দা।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জরিনা বেগম (৩৫), হামিদা বেগম (৬১) ও তাপস মিয়া (৬২), গফরগাঁওয়ের রুবেল মিয়া (৪০) ও রিয়াজুন্নাহার (৭৫), ত্রিশালের মুরশিদা আক্তার (৫০), মুক্তাগাছার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) ও পূর্বধলার ফরিদা বেগম (৫৩)।

করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের চারজন, নেত্রকোনা, সিরাজগঞ্জ, শেরপুর ও গাজীপুরের একজন করে মারা গেছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফরিদা বেগম (৬৭), সুফিয়া আক্তার (৬৫) ও হাজি দেওয়ান (১০১), মুক্তাগাছার ইউসুফ আলী (৬০), নেত্রকোনা সদরের মালেহা খাতুন (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), সিরাজগঞ্জ সদরের ফজলু মিয়া (৫০) ও গাজীপুরের শ্রীবর্দী উপজেলার তাসলিমা খাতুন (২৫)।

ডা. মহিউদ্দিন মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, জেলায় একদিনে ১ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।


আরও দেখুন: