গাজীপুর জেলা বিএমএ’র উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-08 13:12:18
গাজীপুর জেলা বিএমএ’র উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

মহামারী শুরুর পর থেকেই গাজীপুর জেলা বিএমএ চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।

করোনাভাইরাস মহামারীতে সারাদেশে চিকিৎসক এবং অন্যান্য ফ্রন্টলাইনারদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে বিএমএ গাজীপুর শাখাও।

রোববার গাজীপুরের শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এক বিশেষ আয়োজনের মাধ্যমে শতামেক শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন গাজীপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. পারভেজ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ডা. মো. মাসুদ রানা, শতামেক ছাত্রলীগের নেতা প্রদীপ্ত সাক্ষর জয় প্রমুখ।

ডা. পারভেজ বলেন, ‘আমরা শুরু থেকেই চিকিৎসকদের সকল অধিকারের ব্যাপারে সচেতন এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে তৎপর।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ করোনা মহামারি সামাল দিয়ে উঠেছে।

শতামেক ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারীর মধ্যে গাজীপুরের জনসাধারণের জন্যে কাজ করে যাচ্ছে। এ জন্য বিএমএ’র পক্ষ থেকে তাদের এই উপহার দেওয়া হচ্ছে বলে জানান ডা. পারভেজ।

উল্লেখ্য, মহামারী শুরুর পর থেকেই গাজীপুর জেলা বিএমএ চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।


আরও দেখুন: