ডেঙ্গু আক্রান্ত আরও ২০৪ রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক
2021-08-07 17:39:59
ডেঙ্গু আক্রান্ত আরও ২০৪ রোগী হাসপাতালে

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৯৭ জনে দাঁড়িয়েছে

ডেঙ্গু আক্রান্তে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৪ জন রোগীই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১০ জন ঢাকার বাইরের বলে জানানো হয়েছে।

শনিবার ( ৭ আগস্ট) বিকেলে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে। এর আগে শুক্রবার দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন ২১৪ জন। বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং সোমবার ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন ৯৯৭ জন। তারমধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৯৫৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট রোগী ভর্তি হয়েছেন ৩৯ জন।

গত ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৩১৯ জন। আর এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন তিন হাজার ৩১২ জন।


আরও দেখুন: