যশোরে ৩৫ শতাংশ মানুষের দেশে অ্যান্টিবাডি

অনলাইন ডেস্ক
2021-08-07 17:26:17
যশোরে ৩৫ শতাংশ মানুষের দেশে অ্যান্টিবাডি

 ৪০০ মানুষের নমুনার উপর এই গবেষণা চালায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোরে প্রায় ৩৫ শতাংশ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে।  ৪০০ মানুষের নমুনার উপর এই গবেষণা পরিচালিত হয়।

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক মো. ইকবাল কবীর এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমে বলেন, ‘এর অর্থ হল এই ৩৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল বা এই ভাইরাসের সংস্পর্শে এসেছিল।’

রক্তের নমুনা থেকে অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিতে এই গবেষণা চালান বলে জানান ইকবাল কবীর।

তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনের ঊর্ধ্বগতির ফলে মানুষের শরীরে এ ভাইরাস প্রতিরোধের হার জানতে এই গবেষণার উদ্যোগ নেওয়া হয়।

“গবেষণাপত্রে দেখা গেছে, আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষার মাধ্যমে পজিটিভ রোগী ছিল যেসব বাড়িতে, সেসব বাড়ির সদস্যদের ৩৮ শতাংশের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি পাওয়া গেছে। আর পজিটিভ রোগীদের বাড়ির পাশের মানুষের মধ্যে পাওয়া গেছে তার চেয়ে কম।”


আরও দেখুন: