রংপুরে হাজার ছাড়ালো করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-08-06 16:27:10
রংপুরে হাজার ছাড়ালো করোনায় মৃত্যু

রংপুরে হাজার ছাড়ালো করোনায় মৃত্যূ সংখ্যা

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৪ জন, রংপুরের ৩ ও ঠাকুরগাঁওয়ের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ১৩৮ জন, রংপুরের ১১৯, কুড়িগ্রামের ৭২, নীলফামারীর ৩১, ঠাকুরগাঁওয়ের ৬৪, গাইবান্ধার ৪০, পঞ্চগড়ের ৪৮ ও লালমনিরহাটের ১৯ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৫১৯।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানান, নতুন ৮ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ২৮৬ জন, রংপুরের ২২৬, ঠাকুরগাঁওয়ের ১৯৪ জন, পঞ্চগড়ের ৬৩, নীলফামারীর ৭১, লালমনিরহাটের ৫৭, কুড়িগ্রামের ৫৬ ও গাইবান্ধার ৫১ জন করোনায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৪ জন, রংপুরের ৩ ও ঠাকুরগাঁওয়ের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪।


আরও দেখুন: