সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-05 19:51:16
সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

চীনের সিনোফার্ম থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসবে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা।

এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

দেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৪৪ লাখ মানুষ প্রথম ও দ্বিতীয়- উভয় ডোজই পেয়েছেন।

বর্তমানে গ্রাম ও জেলা শহরে চীনের সিনোফার্ম ও সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মডার্নার টিকা দেওয়া হচ্ছে।


আরও দেখুন: