বিএসএমএমইউ’র করোনা ফিল্ড হাসপাতাল উদ্বোধন ৭ আগস্ট
এমন সময় এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হচ্ছে, যখন দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রকট আকার ধারণ করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল ৭ আগস্ট শনিবার উদ্বোধন করা হবে।
এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্থাপিত এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ কথা জানিয়েছেন।
এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এমন সময় এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হচ্ছে, যখন দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন জেলার রোগীতে পরিপূর্ণ রাজধানীর করোনা হাসপাতালগুলো।
গত ১০ জুলাই ওই কনভেনশেন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ১০০০ শয্যার এই ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ ও ৪০০ এইচডিইউ বেড থাকবে।