ভাইরাস ছড়িয়ে পড়ায় গাজীপুরে নমুনা পরীক্ষা বন্ধ

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-04 21:06:56
ভাইরাস ছড়িয়ে পড়ায় গাজীপুরে নমুনা পরীক্ষা বন্ধ

নমুনা পরীক্ষা দুদিনের জন্য বন্ধ রয়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়ায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও আরটিপিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষা দুদিনের জন্য বন্ধ রয়েছে। সোমবার ভাইরাস ছড়িয়ে পড়ায় নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাবের প্রধান সহকারী সাইফুল ইসলাম।

তিনি বলেন, গত সোমবার বিষয়টি ধরা পড়লে গতকাল মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে আরটি-পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এর মধ্যে ১১৫টি পজিটিভ ও ৮টি নেগেটিভ আসে। এই পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ দেখা দেয়।’

তিনি বলেন, ‘পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়ায় যন্ত্রের ত্রুটির বিষয়টি আরও পরিষ্কার হই। পরে আমরা সব স্যাম্পল পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই।’

সাইফুল ইসলাম বলেন, ‘আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ ও ল্যাবটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর শুক্রবার থেকে আবার নমুনা পরীক্ষা করা যাবে।’ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল কাদের জানিয়েছেন, পিসিআর ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। জীবাণুমুক্ত করার পর আবারও পরীক্ষা শুরু হবে। আপাতত নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

এদিকে ওই ল্যাবের দুজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল তাদের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।


আরও দেখুন: