তিন দিনে ডেঙ্গু আক্রান্ত ৭৮৮ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক
2021-08-03 20:11:34
তিন দিনে ডেঙ্গু আক্রান্ত ৭৮৮ জন হাসপাতালে

আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৬৪ জন সহ চলতি মাসের প্রথম তিন দিনেই ডেঙ্গু আক্রান্ত ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তারা জানায়, চলতি মাসের প্রথম তিন দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭৮৮। গত মাসে এ সংখ্যা ছিল ২ হাজার ২৮৬। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে বর্তমানে এক হাজারের বেশি রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৫ রোগী এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ৪৭ জন।

রাজধানীতে সবেচেয়ে বেশি রোগী ভর্তি এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩৮ জন। শিশু হাসপাতালে ৯ জন ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৪৪৬ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৩৭০ ডেঙ্গু রোগী।


আরও দেখুন: