বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৫ জনের মৃত্যু
এ সময় নতুন শনাক্ত হয়েছেন ৮১ জন
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৮ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।
এ সময় নতুন করে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ জন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৪১জন, শেরপুরে ১৩জন, কাহালুতে ৫ জন, গাবতলীতে ৫ জন, শাজাহানপুরে ৫ জন, সারিয়াকান্দিতে ৩ জন, সোনাতলায় ৩ জন, শিবগঞ্জে ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন, আদমদীঘি ও নন্দীগ্রামে একজন ছিলেন।
ডা. মোস্তাফিজুর রহমান আরো বলেন, রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৩২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০টি নমুনায় ৩ জন, এন্টিজেন পরীক্ষায় ১৭৪টি নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩ নমুনায় ৬ জন করোনায় শনাক্ত হয়।