রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষ শিক্ষার্থীদের পরিচিতি সভা

মোকাররম হোসাইন
2021-08-02 17:29:32
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষ শিক্ষার্থীদের পরিচিতি সভা

এমবিবিএস ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা।

উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় অনন্য অবদান রাখছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিবছর দেশ বিদেশের শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয় আরসিএমসি ক্যাম্পাস। তবে মহামারির এই সময়ে অনলাইনে এমবিবিএস ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ আগষ্ট) সকালে ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

আরসিএমসি এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিলু আহসান, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান, উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, উপাধ্যক্ষ ডা. ওয়াদুদ মুস্তফা, অধ্যাপক ডা. আজিজা বেগম লুচি সহ অন্নান্য অতিথিরা।

উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন বলেন, ‘সেবা ও আন্তরিকতা দিয়ে উত্তরবঙ্গের মানুসের আস্থা অর্জন করা এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি করা। এছাড়াও চিকিৎসা শিক্ষায় এই অঞ্চলের গরিব মেধাবীদের জন্য সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে। প্রতি বছর স্বাস্থ্যশিক্ষার বিভিন্ন বিভাগে আমরা অসচ্ছল মেধাবিদের স্বপ্ন পূরণের ব্যবস্থা করছি।’

চলতি সেশনে ৯৯ জন দেশি ও ২৫ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৩০ জন এমবিবিএস ১ম বর্ষে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার (১ আগস্ট) দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শত সমালোচনা উপেক্ষা করে আমরা সেই (এমবিবিএস) পরীক্ষা নিয়েছি। আমাদের অনেক লোকের প্রচেষ্টা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সাহস যুগিয়েছেন। প্রায় এক লক্ষ ছেলে-মেয়েরা পরীক্ষা দিয়েছে, সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে দশ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে। কাজেই প্রথম বর্ষের ক্লাস শুরু হলো।’


আরও দেখুন: