ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু
আজ সকাল থেকে রাজধানীর টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়
রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে এর কার্যক্রম শুরু হয়।
এর আগে রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।
নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শামসুল হক বলেন, দেশে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ টিকা এখনো পাননি। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এর মধ্যে ১০ লাখ ২৬ হাজারের বেশি টিকা এসেছে। ৩ আগস্ট আরও ছয় লাখ টিকা পৌঁছাবে।
মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাননি।
শামসুল হক আরও বলেন, প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্র থেকেই নিতে হবে। যাঁরা ইতিমধ্যে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি, তাঁরা ওই আগের এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।
শামসুল হক বলেন, যাঁরা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাঁরা দ্বিতীয় ডোজে কোনোভাবেই অন্য কোনো কোম্পানির টিকা নেবেন না। এতে ক্ষতি হতে পারে।