করোনায় মৃতদের ৮০ শতাংশই বয়স্ক

ডক্টর টিভি রিপোর্ট
2021-08-01 16:59:10
করোনায় মৃতদের ৮০ শতাংশই বয়স্ক

করোনায় মৃতদের ৮০ শতাংশই বয়স্ক

করোনায় মৃত্যদের মধ্যে ৮০ শতাংশই বয়স্ক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের অল্প বয়সীদের থেকেও বেশি বয়সী লোক আক্রান্ত হচ্ছে। আর তারাই বেশি মারা যাচ্ছেন। করোনা আক্রান্ত বয়স্কদের মধ্যে ৮০ শতাংশ মৃত্যু হচ্ছে।

এ জন্য নিবন্ধন না করলেও বয়স্করা করোনার টিকা নিতে পারবেন বলে জানান তিনি।

জাহিদ মালেক আরও বলেন, আগামী ৭ তারিখ থেকে উপজেলা পর্যায়ে টিকা দেয়া হবে। এনআইডি কার্ড দেখিয়ে পঁচিশোর্ধ্বদের এ টিকা নেয়ার ব্যবস্থা রেখেছে সরকার।

একই সাথে গর্ভবতীদের টিকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য ও শিক্ষা সচিব, মো. আলী নূর, সচিব, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডভিসি) সভাপতি মুবিন খান প্রমুখ।


আরও দেখুন: