ময়মনসিংহ মেডিকেলে করোনা কেড়ে নিলো আরো ১৮ প্রাণ
ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ মৃত্যু হয় তাদের।
করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ১০ জন, জামালপুরের ৩ জন, নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং শেরপুরের ১জন।
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ।