বরিশাল বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-07-29 15:30:58
বরিশাল বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৫৬ জন করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় তিনজন এবং আর নয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩০১ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী ১৩৩ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় এক হাজার ৭০১ টি নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৭ শতাংশ।

বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ২০ শতাংশ। ভোলায় ২৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বরিশাল জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ। এ জেলায় ৬০৫ জনের নমুনা পরীক্ষায় ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পটুয়াখালী জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৮২ শতাংশ।

ঝালকাঠী জেলায় ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ। পিরোজপুর জেলায় ৮৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। বরগুনা জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করো শনাক্ত হয়েছে।


আরও দেখুন: