৪২তম বিসিএস থেকে আরও ২০০০ চিকিৎসক নিয়োগ

অনলাইন ডেস্ক
2021-07-27 21:24:28
৪২তম বিসিএস থেকে আরও ২০০০ চিকিৎসক নিয়োগ

এই চিকিৎসকদের পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য চলমান ৪২তম বিশেষ বিসিএস থেকে আরও দুই হাজার চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হচ্ছে।

এই চিকিৎসকদের পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত চিঠিতে মঞ্জুরি জ্ঞাপনের বিষয়টি বলা হয়েছে।

এতে আরও বলা হয়, এ পদসমূহ সৃজনে প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি ও সদয় অনুমোদন প্রদান করেছেন।

এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, শিগগিরই চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ করা হবে।

তিনি বলেন, কোভিড রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের চাহিদা বেড়েছে। সেজন্য সরকার দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


আরও দেখুন: