দু’দিনে আরও ১৬৩ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
মঙ্গলবার চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশে গত দুই দিনে আরও ১৬৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৯ হাজার ৫৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক ৩ হাজার ৭৯ জন, নার্স দুই হাজার ২৩৫ জন, আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৭৩৯ জন।
প্রতিবেদনে বলা হয়, ২৬ জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে তিন ডেন্টাল সার্জন এবং ১৭১ জন চিকিৎসক মারা গেছেন।
করোনায় দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু হয়ে গত বছরের ১৫ এপ্রিল। ওইদিন মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদ (৪৭)।
করোনায় সর্বশেষ গত রোববার রাতে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক উপ-পরিচালক অধ্যাপক ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী।