করোনা: দু’হাজার শয্যা বাড়ানোর পরিকল্পনা বেসরকারি হাসপাতালে

অনলাইন ডেস্ক
2021-07-24 21:32:20
করোনা: দু’হাজার শয্যা বাড়ানোর পরিকল্পনা বেসরকারি হাসপাতালে

ডা. এম এ মুবিন খান

বেসরকারি হাসপাতালে নতুন করে আরও দু’হাজার নতুন কোভিড শয্যা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি ডা. এম এ মুবিন খান।

বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের কাছে কোভিডের ৩য় ধাপ মোকাবিলায় আরো শয্যা সংখ্যা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে তিনি এই আশ্বাস প্রদান করেন।

আজ (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "কোভিডের ৩য় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি “শীর্ষক একটি ভার্চুয়াল সভায় এ আশ্বাস দেন ডা. এম এ মুবিন খান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড মোকাবিলায় দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলির অবদানের কথা উল্লেখ করেন।

দুই হাজার নতুন শয্যা বৃদ্ধি করার উদ্যোগ নেয়ায় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং কোভিড মোকাবিলায় সরকারের আরো কিছু নতুন উদ্যোগের কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আগামীতে ভারত থেকে প্রতি সপ্তাহে প্রায় ২’শ টন লিকুইড অক্সিজেন আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। এর সাথে ৪৩ টি অক্সিজেন জেনারেটর অর্ডার করা হয়েছে বলেও জানান মন্ত্রী।


আরও দেখুন: