রংপুরে ভুয়া চালানে অক্সিজেন সিলিন্ডার দাবি: আটক ৬
ভুয়া চালানে অক্সিজেন সিলিন্ডার দাবি করায় ৬ জন আটক
ভুয়া চালান দেখিয়ে রংপুর মেডিকেল কলেজ থেকে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার সময় ৬ জন কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে ৬ ব্যাক্তি চালান দেখিয়ে সিলিন্ডার ওঠানোর সময় গ্যাস প্লানাট ইনচার্জ আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে তিনি স্থানীয় পুলিশ ফাড়িতে খবর দেন। পরে পুলিশ তাদেরকে আটক।
ঘটনার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়ত তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, বিকাল ৫ টার দিকে দিনাজপুর থেকে ৩ টি ট্রাক এর ড্রাইভার-হেলপারসহ মোট ৬ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে। ডাক্তার রেজাউল করিম নামে এক ব্যক্তি তদেরকে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার জন্য পাঠিয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, ফাড়ির ইনচার্জকে বিষয়টি জানালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওই ৬ জনকে জিজ্ঞাদাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত ৬ ব্যক্তি এখন রংপুর কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ ঘটনা স্থলে এসে সাংবাদিকদের জানান, করোনা মহামারীর সময় এধরণের ঘটনা সত্যি দুঃখজনক, আমরা এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো।