বাংলাদেশে টিকা রপ্তানির নির্দিষ্ট তারিখ জানেন না দোরাইস্বামী

ডক্টর টিভি রিপোর্ট
2021-07-23 18:11:56
বাংলাদেশে টিকা রপ্তানির নির্দিষ্ট তারিখ জানেন না দোরাইস্বামী

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ কথা জানান।

বাংলাদেশে চুক্তির টিকা রপ্তানির বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দোরাইস্বামী বলেন, ‘ভারতের পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আশা করি, (টিকার) উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা সামনের দিকে এগোতে সক্ষম হবো। আর ভারতে করোনার টিকার জোগান পর্যাপ্ত থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবো।’

‘কিন্তু বাংলাদেশ জন্য আমাদের সুনির্দিষ্ট তারিখ নেই। তবে উৎপাদন বাড়ছে। এটি ইতিবাচক’ যোগ করেন তিনি।

টিকা উৎপাদনের বিষয়ে জানার জন্য দেশে গিয়েছিলেন দাবি করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রকে টিকার সরবরাহ দিতে অন্যান্য অনেক বন্ধুরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে ভবিষ্যৎ তিনি জানেন না। তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের বড় বড় শহরগুলোতে করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে। …অনেক জায়গায় সবকিছু খুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু দাবি করে দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশও কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হবো। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে, এতে আমি আনন্দিত।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আবদুল হামিদ প্রমুখ।

গত ১৮ জুলাই বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক ভারতে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি বাংলাদেশে ফিরেন।


আরও দেখুন: