রংপুর বিভাগে করোনায় ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-07-23 15:27:25
রংপুর বিভাগে করোনায় ১০ জনের মৃত্যু

রংপুরে করোনায় আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, রংপুরের দুই জন এবং পঞ্চগড়ের একজন।

একই সময়ে আরও ২০২ জনের শরীরেরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ৫২৬ জনের নমুনা পরীক্ষা শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের ৪৯ জন, রংপুরের ৪৭ জন, নীলফামারীর ৩৬ জন, পঞ্চগড়ের ২২ জন, ঠাকুরগাঁওয়ের ১৮ জন, গাইবান্ধার ১৪ জন এবং কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৮ জন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।

নতুন মারা যাওয়া ১০ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭ জনে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

 


আরও দেখুন: