টিকাদানের বয়সসীমা ১৮ করা হচ্ছে
করোনা টিকা প্রয়োগের বয়স ১৮ বছর করার সীদ্ধান্ত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রয়োগের বয়সসীমা ১৮ করা হবে। আজ শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে এনআইডি দিয়েই টিকা দেয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এছাড়া দেশের কয়েকটি জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
গত ১৯ জুলাই করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়।
দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। এর পর ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে।