বিএসএমএমইউ-তে ফিল্ড হাসপাতাল স্থাপনে উপাচার্যের নেতৃত্বে কমিটি

ডক্টর টিভি রিপোর্ট
2021-07-15 19:20:58
বিএসএমএমইউ-তে ফিল্ড হাসপাতাল স্থাপনে উপাচার্যের নেতৃত্বে কমিটি

বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে এই ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে।

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল স্থাপনে উপাচার্যকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে এই ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় কোভিড ফিল্ড হাসপাতাল প্রস্তুত কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পরামর্শ এবং সার্বিক সহযোগিতার জন্যই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রয়োজনে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।

এর আগে ১০ জুলাই ওই কনভেনশেন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ১০০০ শয্যার এই ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ ও ৪০০ এইচডিইউ বেড থাকবে।


আরও দেখুন: