পররাষ্ট্র মন্ত্রণালয়ে টিকার নিবন্ধনের সুযোগ বিদেশগামী শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
2021-07-13 17:05:28
পররাষ্ট্র মন্ত্রণালয়ে টিকার নিবন্ধনের সুযোগ বিদেশগামী শিক্ষার্থীদের

টিকার আবেদন করতে পারবে বিদেশগামী শিক্ষার্থীরা

করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশনের আবেদনে করতে পারবে বিদেশগামী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে একথা বলা হয়েছে।

এতে বলা হয়, আবেদনের সময় শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা, ভর্তি সংক্রান্ত ডকুমেন্টস সহ প্রয়োজনীয় তথ্য সঙ্গে আনতে হবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপির একটি ZIP/PDF ফাইল আগামী ২৩ থেকে ২৭ জুলাই ২০২১ তারিখের মধ্যে নির্দিষ্ট মেইলে আবেদন করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, আবেদনের আগে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। এরপর মন্ত্রণালয়ের টিকা কার্যক্রম সেলের নির্ধারিত মেইলে (vaccine.coronacell@mofa.gov.bd) আবেদন করতে হবে।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার পরামর্শও দেওয়া হয়েছে।


আরও দেখুন: