ঘরে ঘরে সর্দি জ্বর, বাজারে নাপা‘র সংকট

হাসান মাহমুদ
2021-07-12 14:27:09
ঘরে ঘরে সর্দি জ্বর, বাজারে নাপা‘র সংকট

ঘরে ঘরে সর্দি জ্বর, সংকটে জ্বরের ওষুধ

গত বছরের মতো এবারও জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঘরে ঘরে বেড়েছে সর্দি জ্বরের রোগী। জ্বরের জন্য পরিচিত 'নাপা' অনেকেই সংরক্ষণ করায় সংকট তৈরি হয়েছে।

জানা গেছে, প্যারাসিটামল গ্রুপের ওষুধ সবচেয়ে বেশি সরবরাহ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তাদের প্যারাসিটামল 'নাপা' নামে পাওয়া যায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে ‘নাপা’র সংকট তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, নাপা প্যারাসিটামেলের সংকট থাকলেও অন্যান্য কোম্পানির প্যারাসিটামল আগের দামেই বিক্রি হচ্ছে।

দেশের সবচেয়ে বড় পাইকারি ওষুধ বাজার মিডফোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, ‘নাপা’ বিক্রি হচ্ছে এমআরপি মূল্যের চেয়ে ৫০ টাকা বেশিতে।

পাইকারি ওষুধ বিক্রেতা ফায়সাল ইসলাম বলেন, আগে প্রতি বক্স নাপা বিক্রি হতো ৪০০ টাকায়। এখন কম্পানি সাপ্লাই না দেওয়ায় ওভার রেটে কিনতে হচ্ছে। প্রতি বক্সে ৫০ টাকা বেশি দামে এখন বিক্রি হচ্ছে। গতবছরও একই অবস্থা তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও একজন বিক্রয়কর্মী জানান, বাজারে সরবরাহের তুলুনায় ‘নাপা’র চাহিদার অনেক বেশি। এ কারণে কিছু জায়গায় বেশি দামে বিক্রি হতে পারে, তবে আমরা আগের দামেই বিক্রি করছি। যদিও চাহিদা মতো সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ওষুধ বিক্রি করে। সব ওষুধের কার্যকারিতা একই। কাজেই জ্বর হলে নাপা ওষুধ খেতে হবে এমনটা ভাবার কোন কারন নাই। ভালো যে কোন কোম্পানির ওষুধ খাওয়ার পরামর্শ দেন তিনি।


আরও দেখুন: