গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসক হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ জন

ডক্টর রিপোর্ট
2021-07-12 09:58:31
গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসক হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ জন

সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন চিকিৎসক

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল, গোপালগঞ্জ হাসপাতালের কর্মরত অবস্থায় দুজন ইন্টার্নি চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মুল আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

জানা যায়, গেল শুক্রবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে ভর্তি আমিনুল ইসলাম বুলবুলের সাথে থাকা ইমন শিক্ষানবিশ চিকিৎসকদের সাথে খারাপ ব্যবহার করে। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকদের মারধরের হুমকি দেয়। 

পরে সন্ধ্যা সাড়ে সাতটায় আমিনুল ইসলাম বুলবুল, ইয়াসিন সরদার, ইমন সহ আরোও ৩-৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডা. আবির ও ডা. আলমগীরের ওপর হামলা করে। এতে তারা মারাত্মকভাবে জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ডা. নুর মোহাম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা করলে গতকাল মুল আসামী আমিনুল ইসলাম বুলবুলসহ তানভীর ও ইমনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামী ইয়াসিন সরদারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


আরও দেখুন: