আক্রান্তদের এত অক্সিজেন কেন লাগছে

ডক্টর টিভি রিপোর্ট
2021-07-08 14:04:42
আক্রান্তদের এত অক্সিজেন কেন লাগছে

ডেল্টায় আক্রান্তদের ৫০ শতাংশ ফুসফুস ক্ষতিগ্রস্থ হচ্ছে

সারা দেশেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। গতকাল বুধবার তো রেকর্ড ভেঙে ২০১ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের অবস্থা নাজুক। এ সময়ে আক্রান্তদের বেশিরভাগেরই অক্সিজেন লাগছে। ফলে হঠাৎ করে দেশে অক্সিজেনের চাহিদা আড়াইগুণ বেড়ে গেছে।

বর্তমানে করোনা আক্রান্তদের অক্সিজেন কেন বেশি লাগছে, ডক্টর টিভির সাথে আলোচনায় তা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এদের বেশিরভাগই ডেল্টা ধরনে আক্রান্ত। আর করোনার এ ধরনে আক্রান্তদের ৫০ শতাংশ ফুসফুস সংক্রমিত হচ্ছে। শরীরের অন্যান্য অঙ্গপ্রতঙ্গকেও সংক্রমিত করছে।’

তিনি আরও বলেন, ‘ফুসফুস বেশি সংক্রমিত হওয়ায় রোগীদের বেশি অক্সিজেন লাগছে। করোনার অন্য ধরনে আক্রান্তদের এত বেশি অক্সিজেন লাগতো না। ডেল্টা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।’

এ হারে রোগী বাড়তে থাকলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপতালালের এই পরিচালক। তিনি বলেন, ‘আমাদের এখনই সর্তকতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণের উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেল্টা ধরনে ফুসফুস অর্ধেক আক্রান্ত হওয়ায় মৃত্যু বাড়ছে। চিকিৎসা দিতে আমরাও হিমশিম খাচ্ছি।’

খুলনা বিভাগে অক্সিজেনের সক্ষমতার বিষয়ে ডা. রবিউল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত অক্সিজেনের সংকট নেই। এরপরও অক্সিজেন সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে ইতিমধ্যে লিনডের মাধ্যমে সিলিন্ডার অক্সিজেন পাচ্ছি। এর বাইরে তরল অক্সিজেন সরবরাহ আছে ১০ হাজার লিটার। তবে এ সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। সবকিছুর একটা সীমা আছে। রোগী আরও বাড়তে থাকলে বিষয়টি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’


আরও দেখুন: