চলতি মাসেই পাওয়া যাবে রুশ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসেই পাওয়া যাবে রুশ টিকা
রাশিয়ার তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা স্পুৎনিক-ভি চলতি জুলাই মাসেই পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ফলে দেশে চলমান গণটিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার থেকে টিকা কেনার সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই একটা খবর হয়তো আমরা পেতে পারি।’
তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা অনেকদিন কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। তারা আমাদেরকে বিস্তারিত জানাবে যে, অমুক দিন, এতো সংখ্যক টিকা আমরা দেব। তখন আমরা সে অনুযায়ীই ব্যবস্থা নেব।’
গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-ভি বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী টিকা না দিলে সরকার নতুন করে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে টিকা আনার ব্যাপারে চেষ্টা শুরু করে। ইতিমধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের টিকা আসায় আবার শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি।