আবারও শুরু হচ্ছে গণটিকা কর্যক্রম
গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এবার ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া অন্যান্য জেলা ও উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে গ্রাম এলাকায় অস্থায়ীভাবে ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে সরকার।
এদিকে টিকা গ্রহণের নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়াও এবার ভ্যাকসিন নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছে কৃষক, শ্রমিক ও আইনজীবীরা।
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সেখানেও ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) ফের অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে গণটিকা কার্যক্রমের নিবন্ধন শুরু হবে।
আমাদের দেশে ৭ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। ভারত নিজেদের চাহিদা দেখিয়ে টিকা রপ্তানি বন্ধ করে দিলে সেই কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। এর পর বিশ্ব স্বস্থ্য সংস্থা, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকার জন্য যোগাযোগ শুরু করে বাংলাদেশ।
ইতোমধ্যে চীনের উপহারের টিকা এবং সিনোভ্যাক্সের টিকা দেশে আসায় আবার গণটিকাদান কর্যক্রম শরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।